নোয়াখালী এক্সপ্রেসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে শেখ মেহেদীর দল। এদিন বল হাতে চট্টগ্রামের হয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫ উইকেট পাওয়ার গল্প শোনালেন এই পেসার।
শরিফুল বলছিলেন, ‘‘আসলে আমি যখন রান-আপ মাপছিলাম, একজন গ্রাউন্ডসম্যান ভাইয়া আমাকে বলতেছিলেন, ‘ভাইয়া কেন জানি মনে হচ্ছে, আপনি আজকে ৫টা উইকেট পাবেন।’ তো আমি বলছি, ভাই এটা তো মানে এত সহজ না। তবে আল্লাহ দিলে হতে পারে। তো যখন খেলছিলাম, ভালো বল করছিলাম... আমি শেষ উইকেট পর্যন্ত চিন্তা করিনি যে, পাঁচ উইকেট পাব। আলহামদুলিল্লাহ! আল্লাহ হয়তো কপালে লিখে রেখেছিল, তাই হয়ে গেছে।’’
এদিন হাসান ইসাখিলকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়ার পরই নাচ করেন শরিফুল। এ নিয়ে তিনি বলেন, ‘‘(নাচের উদযাপনের) কোনো প্ল্যান ছিল না। আমি মাথায় হাত দিয়েছিলাম। নাঈম (নাঈম শেখ) আমাকে এসে বলতেছে, ‘দে দে ড্যান্স দে, ড্যান্স দে।’ পরে ঝোঁকে হয়ে গেছে আর কি। সত্যি কথা। নাঈম আমার ভালো বন্ধু। আমরা সবসময় একসঙ্গে খেলছি। তো ওই তালে তালে হয়ে গেছে।’’
টুর্নামেন্টে সর্বোচ্চ পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘‘এখন পর্যন্ত ১৮ উইকেট পেয়েছি। পরের ম্যাচগুলোতে নাও পেতে পারি। তো আমার মনে হয় খেলতে থাকি, যদি আসে তো আলহামদুলিল্লাহ। না এলেও চিন্তিত হওয়ার কিছু নাই।’’
আরআই/টিকে