শহীদ আসাদ দিবস আজ

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসনামলের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা দাবিতে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। ঘটনাটি ঘটে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে।

শহীদ আসাদের আত্মত্যাগ ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পথকে আরও বেগবান করে তোলে। তাঁর রক্তাক্ত শার্ট পরিণত হয় স্বাধীনতাকামী মানুষের প্রতীকে, যা গণআন্দোলনের অনন্য প্রেরণায় রূপ নেয়। আসাদের শাহাদাতের পর স্বাধিকারের দাবিতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। ক্রমেই এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং তীব্র জনরোষের মুখে ১৯৬৯ সালের মার্চের শেষ দিকে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদ আসাদসহ দেশের জন্য আত্মদানকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর ত্যাগ নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল হতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে যুগে যুগে অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।

শহীদ আসাদ দিবস উপলক্ষে রাজনৈতিক দলগুলোও পৃথক বিবৃতি দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রনেতা আসাদুজ্জামানের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, যে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আসাদ জীবন উৎসর্গ করেছিলেন, তার পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

কর্মসূচি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার শহীদ আসাদ দিবস পালিত হবে। সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথসংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে তাঁর পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন শহীদ আসাদের জন্মস্থান নরসিংদীর শিবপুরসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হবে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গণভোটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না : ফাওজুল কবির খান Jan 20, 2026
img
মার্ক গেয়িকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি Jan 20, 2026
img
জাপানে ধাক্কা খেল ‘পুষ্পা টু’, উদ্বেগে বাণিজ্য মহল Jan 20, 2026
img
জরুরি বার্তা দিয়ে আজহারীর ফেসবুক পোস্ট Jan 20, 2026
img
বাংলাদেশে পুনরায় চালু হলো অন অ্যারাইভাল ভিসা Jan 20, 2026
img
কে আগে ছোঁবেন ১০০ কোটির মাইলফলক, বালাইয়া না নাগ? Jan 20, 2026
img
সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস Jan 20, 2026
img
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন Jan 20, 2026
img
এবার মিথলজিক্যাল সিনেমায় অভিনেতা অক্ষয় খান্না Jan 20, 2026
img
শাহিদের ছবি নিয়ে আপত্তি জানিয়েছিলেন হুসেন উস্তরার কন্যা, এ বার নতুন কোন দাবি জানালেন তাঁরা? Jan 20, 2026
img
বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের সময়সীমা বেঁধে দিল ইরান Jan 20, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘পুরোপুরি ভুল’: স্টারমার Jan 20, 2026
নোবেল দিলেন না তো, আর শান্তি নিয়ে ভাববো না: ট্রাম্প Jan 20, 2026
বিএনপির চাপে দ্বৈতনাগরিকদের বৈধতা দিয়েছে ইসি: নাহিদ ইসলাম Jan 20, 2026
হিংস্রতা ভুলে শিকারকে বন্ধু করে নিলো বাঘ Jan 20, 2026
হ্যাঁ তে সিল দিয়ে দেশ পাল্টে দিন: প্রধান উপদেষ্টা Jan 20, 2026
তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো ছিদ্র যেন না থাকে: রিজভী Jan 20, 2026
রংপুরে ভোটের লড়াইয়ে নতুন মাত্রা, আলোচনায় তৃতীয় লিঙ্গের রাণী! Jan 20, 2026
img
ট্রাম্পের হুমকির মোকাবিলায় ‘অ্যান্টি-কোয়ার্সন’ পদক্ষেপের প্রস্তুতি ইইউর Jan 20, 2026
রাজকীয় অপু, রহস্যময় বুবলী Jan 20, 2026