ক্যারিয়ারের শুরু থেকেই টিমোথি শ্যালামের নামের সঙ্গে জুড়ে গেছে ‘নতুন লিওনার্দো ডিক্যাপ্রিও’ তকমা। সময়ের সঙ্গে সেই তুলনাই আরও জোরালো হয়েছে। শৈল্পিক সিনেমা হোক বা বাণিজ্যিক ধারা- সব ক্ষেত্রেই নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। মাত্র ৩০ বছর বয়সেই হলিউডে শক্ত অবস্থান গড়ে তুলে নিজের তারকাখ্যাতির জোরে নিয়মিত সিনেমা সফল করছেন শ্যালামে।
চলতি বছরের গোল্ডেন গ্লোবে প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতে নতুন করে আলোচনায় আসেন তিনি। বিশেষভাবে নজর কাড়ে, এই পুরস্কার তিনি জিতেছেন সেই লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে, যাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর তুলনা চলে আসছে।
১৯৯৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম টিমোথি শ্যালামের। ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু হলেও ‘কল মি বাই ইয়োর নেম’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। পরে ‘ডিউন’ ধারাবাহিকে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। গোল্ডেন গ্লোবের পাশাপাশি অস্কারেও সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন শ্যালামে। মাত্র ৩০ বছর বয়সেই তাঁর সম্পদের পরিমাণ প্রায় তিনশ কোটি টাকার বেশি।
অভিনয়জীবনের শুরুতে টেলিভিশন ধারাবাহিক ‘হোমল্যান্ড’ ও সিনেমা ‘ইনস্টারস্টেলার’-এ সীমিত উপস্থিতি থাকলেও অল্প বয়সেই নির্মাতাদের নজর কাড়েন তিনি। ধারাবাহিক সাফল্যে প্রমাণ করেন, সব ধরনের সিনেমাতেই তাঁর অভিনয়ের দম আছে।
লুকা গুদানিনো, গ্রেটা গারউইগসহ একাধিক খ্যাতনামা নির্মাতার সঙ্গে কাজ করে নিজের অভিনয়ের গভীরতা দেখিয়েছেন শ্যালামে। ‘বিউটিফুল বয়’, ‘ওয়াঙ্কা’ ও ‘ডিউন টু’ তাঁকে আরও জনপ্রিয় করে তোলে।
গত বছর ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় বব ডিলানের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। চরিত্রটির জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়ে নিজ কণ্ঠে গান গেয়েও দর্শক-সমালোচকদের মুগ্ধ করেন শ্যালামে।
সবশেষে জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার গোল্ডেন গ্লোব জিতে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি। পুরস্কার গ্রহণের সময় শ্যালামে বলেন, আগের ব্যর্থতাগুলোই আজকের সাফল্যকে আরও মূল্যবান করে তুলেছে।
ব্যক্তিগত জীবনে দুই বছরের বেশি সময় ধরে কাইলি জেনারের সঙ্গে সম্পর্কে রয়েছেন টিমোথি শ্যালামে। সম্প্রতি পুরস্কার মঞ্চে প্রেমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন তিনি।
এমআর/টিএ