জিমেইলে এআই যুক্ত করল গুগল

জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে গুগল। ‘জেমিনি’ নামের এআই সহকারী দিয়ে এখন ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং উত্তর লেখার কাজ সহজ করতে চায় প্রতিষ্ঠানটি। তবে এই সুবিধার সঙ্গে গোপনীয়তা নিয়ে প্রশ্নও সামনে আসছে।

গুগল ধাপে ধাপে জিমেইলে নতুন এআইভিত্তিক ফিচার চালু করছে। চলতি জানুয়ারি থেকেই এর রোলআউট শুরু হয়েছে। লক্ষ্য একটাই- ব্যবহারকারীর ভরা ইনবক্স সামলানো সহজ করা। একই সঙ্গে ইমেইল লেখার সময় কমিয়ে আনা।

নতুন এই ফিচারগুলোর পেছনে কাজ করছে জেনারেটিভ এআই। এই প্রযুক্তি চ্যাটবটের মতো করে মানুষের ভাষা বুঝতে পারে। গুগলের ক্ষেত্রে এই সহকারীর নাম জেমিনি। এটি ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।

এখন জিমেইলে প্রশ্নের মতো করে ইমেইল খোঁজা যাবে। ধরুন, কেউ লিখলেন- গত মাসে যার সঙ্গে চাকরির বিষয়ে কথা হয়েছিল, তার নাম কী। জেমিনি তখন ইনবক্স ঘেঁটে সেই তথ্য বের করার চেষ্টা করবে। সাধারণ সার্চের চেয়ে এটি আলাদা। এখানে সময়, প্রসঙ্গ আর কথোপকথনের ধরনও বিবেচনায় নেয় এআই।

গুগল আরও একটি নতুন ইনবক্স চালুর প্রস্তুতি নিচ্ছে। এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। বছরের শেষ দিকে এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে। এই ইনবক্স ইমেইলের ভেতরে থাকা কাজের কথা শনাক্ত করবে। তারপর সেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি করণীয় তালিকা বানাবে। আলাদা করে নোট নেওয়ার দরকার হবে না।

ইমেইল লেখার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। নতুন টুলে থাকছে স্বয়ংক্রিয় প্রুফরিডার। এটি বানান ও ভাষার ভুল ধরিয়ে দেবে। থাকবে উত্তর সাজেস্ট করার সুবিধাও। এআই প্রাসঙ্গিক উত্তর লিখে দেবে। ব্যবহারকারী চাইলে সেটি সরাসরি পাঠাতে পারবেন বা নিজের মতো করে বদলে নিতে পারবেন।

গুগল জানিয়েছে, এসব ফিচারের কিছু অংশ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন লাগবে। কোন ফিচার ফ্রি আর কোনটি পেইড— তা ধাপে ধাপে জানানো হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের অভ্যাস বদলে দিতে পারে। এত দিন মানুষ বারবার ইনবক্স খুলে মেইল পড়ত। এখন পুরো ইনবক্সের একটি সারসংক্ষেপ পাওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজ চোখে পড়বে দ্রুত। অপ্রয়োজনীয় মেইল আলাদা করে দেখার দরকার কমবে।

তবে এই সুবিধার সঙ্গে উদ্বেগও আছে। এআই দিয়ে কাজ করতে হলে জেমিনিকে ব্যবহারকারীর পুরো ইনবক্সে প্রবেশাধিকার দিতে হবে। এতে ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের প্রশ্ন উঠে আসে। গুগল বলছে, ইমেইল বিশ্লেষণ করলেও তাদের কর্মীরা ব্যক্তিগত মেইল পড়েন না। তথ্য সুরক্ষার জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে।

তবু গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলছেন। তাদের মতে, এত বড় পরিসরে ব্যক্তিগত যোগাযোগ বিশ্লেষণ হওয়া নতুন ঝুঁকি তৈরি করতে পারে।  

নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এই এআই-যুক্ত জিমেইল ব্যবহার করেছেন। তার অভিজ্ঞতায়, স্বয়ংক্রিয় করণীয় তালিকা বেশ কার্যকর। তবে ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো তাকে পুরোপুরি সন্তুষ্ট করেনি।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে : শিক্ষা সচিব Jan 20, 2026
img
‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ালেন’ ট্রাম্প! Jan 20, 2026
img
ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি Jan 20, 2026
img
প্রথমবার ঢাকার সিনেমায় কবীর সুমনের গান, গাইবেন আসিফ Jan 20, 2026
img
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুখবর দিল দূতাবাস Jan 20, 2026
img
ডু অর ডাই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিশাদের হোবার্ট Jan 20, 2026
"প্রশাসনের পদক্ষেপ না থাকায় জিয়া পরিষদের ব্যানার খুলেছেন আম্মার" Jan 20, 2026
img
সেনেগালের বিশৃঙ্খলা ‘অগ্রহণযোগ্য’: ফিফা সভাপতি Jan 20, 2026
img
‘দেশু ৭’-এর উন্মাদনায় ব্যক্তিগত জীবনে আঘাত না করার অনুরোধ দেব-শুভশ্রীর Jan 20, 2026
img
শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব Jan 20, 2026
img
'নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার' Jan 20, 2026
img
অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল Jan 20, 2026
img
কর্মকর্তাদের প্রকাশ্যে তিরস্কার, উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম Jan 20, 2026
img
দুই বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ডিএনসিসির Jan 20, 2026
img
হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার Jan 20, 2026
img
স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 20, 2026
img
আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না: উপদেষ্টা আসিফ নজরুল Jan 20, 2026
img
জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী সাইদুর রহমান Jan 20, 2026
img
পরীমনির দীর্ঘ প্রতীক্ষিত সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে! Jan 20, 2026
img
‘আমার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছে’ Jan 20, 2026