নারায়ণগঞ্জকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ উদ্যোগই পারে নিরাপদ ও বৈষম্যহীন একটি শহর উপহার দিতে। তিনি বলেন, এমন নারায়ণগঞ্জ আমরা গড়তে চাই, যেখানে মানুষ ও তাদের সন্তানরা নিরাপদ জীবন যাপন করতে পারবে যা হবে সম্পূর্ণ এক নতুন নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের সিনামন চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিরাজুল মামুন বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরো শক্ত করতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে তারা বদ্ধপরিকর। তার ভাষায়, আমাদের কাছে পদ নয়, লক্ষ্যই বড়। দেশের জন্য এবং শহীদদের রক্তের যে মূল্য, তা কখনো ভুলে যাওয়ার নয়। এই ঐক্যের মধ্য দিয়েই জুলাইয়ের চেতনায় একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথে আমরা একসঙ্গে কাজ করব।
তিনি আরো বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ভোটাররা যেন নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লড়াই।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে নিজের অঙ্গীকার তুলে ধরে এবিএম সিরাজুল মামুন বলেন, এ আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসীর দাপটের কোনো স্থান থাকবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি জনগণের কাছে জবাবদিহিতামূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক প্রশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পাশাপাশি দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ লক্ষ্যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, ওলামা কেরাম, শিক্ষক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুঈনুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, এবি পার্টির প্রার্থী ও জেলা আহ্বায়ক শাহজাহান ব্যাপারী এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীসহ জোটের অন্য নেতারা।
এসএস/টিএ