নিষিদ্ধ ছাত্রলীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি ইমরান হোসেনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন যশোর শহরের ইসমাইল কলোনী (তেঁতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এসআই সালাউদ্দিন বলেন, ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।
এসএস/টিএ