ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এ বি সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা আনন্দ মিছিল করার জন্য ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে জড়ো হন।
এ সময় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরাও বড় একটি আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনের সড়ক অতিক্রম করছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে স্বতন্ত্র প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান বলেন, প্রতীক পাওয়ার পর শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনের সড়ক অতিক্রম করার সময় বিএনপির দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা আমার আনন্দ মিছিলে হামলা করে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার কয়েকজন কর্মী সমর্থককে আহত করেছে।
বিএনপি প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘আমি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম।
আমার কর্মী-সমর্থকরা গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভেতরে আনন্দ মিছিলের জন্য অবস্থান করছিল। কিন্তু স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার আনন্দ মিছিল থেকে স্কুলের ভেতর আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। এতে আমার কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে।’
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিল ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় আমরা কাছাকাছি ছিলাম। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
আরআই/টিএ