ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এই কারণে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর ফের চালু হয়।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাত তলায় এ ঘটনার পর হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত।
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা অভিযোগ করে জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসক ডা. সাকিব আহমেদ বলেন, রোগী দেখছিলাম। রোগী দেখা শেষ হলে ভিড় ঠেলে সামলে গেলেই আমার ওপরে হামলা করা হয়।
এ ঘটনায় হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হামলায় জড়িত দুজনকে আমরা আটক করেছি। শাহবাগ থানায় তাদের রাখা হয়েছে।
তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করলে চিকিৎসকরা আর কর্মবিরতিতে যাবেন না বলে জানিয়েছেন।
এমকে/এসএন