টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা। ইনজুরি সংক্রান্ত কারণে বাদ পড়েছেন টনি ডি জর্জি ও দনোভান ফেরেইরা। তাদের বদলে ঢুকেছেন রায়ান রিকেলটন ও ত্রিস্টান স্টাবস।
২ জানুয়ারি ঘোষিত দলে চমক ছিল স্টাবসের অনুপস্থিতি। জায়গা পাননি দারুণ ফর্মে থাকা রিকেলটনও। উইকেটরক্ষক এ ব্যাটার দল ঘোষণার ৮ দিন আগে সেঞ্চুরি করেছিলেন। এসএ২০-তে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে এমআই ক্যাপটাউনের হয়ে ওই ম্যাচে ৬৩ বলে করেন ১১৩ রান। দল ঘোষণার পর ১০ জানুয়ারি আরেকটি সেঞ্চুরি করেন তিনি। এবার জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ৬০ বলে করেন অপরাজিত ১১৩।
দলে জায়গা পাওয়ায় রিকেলটন ও স্টাবস স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। শেষের জন ২০২২ অভিষেকের পর থেকে নিয়মিত জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলে আসছেন। অবশ্য ভারত সিরিজের পর চলমান এসএ২০ লিগেও ফর্মহীনতায় ভুগছেন। ৫ ইনিংসে ১০১ রান করেছেন মাত্র ১২৪.৬৯ স্ট্রাইকরেটে।
ডি জর্জি ভারত সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তার দ্রুত উন্নতি হচ্ছে না। বিশ্বকাপের আগে সুস্থ হবেন কি না, দক্ষিণ আফ্রিকা সে বিষয়েও নিশ্চিত হতে পারছে না। অন্যদিকে ফেরেইরা চলমান এসএ২০-তে খেলতে গিয়ে কাঁধের চোটে পড়েছেন।
ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ আসর। ‘ডি’ গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকার মিশন শুরু হবে তার দুদিন পর। আহমেদাবাদে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা।
দক্ষিণ আফ্রিকা দল
এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, মারকো ইয়ানসেন, কোরবিন বোশ, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিখ নরকিয়া, কুয়েনা মাফাকা ও জেসন স্মিথ।
এমআই/টিকে