ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কিভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশি রাতের নির্বাচন হয়েছিল, সেটা করার চেষ্টা করা হচ্ছে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব ধর্মবর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। একইভাবে ফ্যাসিবাদী পতন আন্দোলন সব ধর্মবর্ণের মানুষ অংশগ্রহণ করেছে। এ দেশ কারও একার নয়। এ দেশ সবার। তাই সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করব। গরিব-দুঃখী মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করব। যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে নিঃস্ব হয়েছেন, তাদের জন্য আমরা বিশেষ ভাতা চালু করব। পাশাপাশি মজজিদ-মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু করব।’
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকী, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান। এ ছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া জনসভাকে কেন্দ্র করে বিকেল ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে এসে জড়ো হতে থাকেন। পরে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জনসভাস্থল। রাত ১০টার দিকে জনসভার মঞ্চে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এসময় সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান তিনি। পরে ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্দেশে বর্তমান প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা করেন তিনি।
পিএ/টিএ