বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগ দেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি গোবিন্দ গাইন জানান, বিগত ১৬-১৭ বছর ধরে ড. ফরিদুল ইসলামের সেবামূলক ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বিএনপিতে যুক্ত হয়েছেন।
একই উপজেলার উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আবদুল কাদের বলেন, ‘১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে সময়ে যুব জামায়াত করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এ ছাড়া ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। তার আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি।’
জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, ‘তারেক রহমান এখানে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।’
যোগদান অনুষ্ঠানে বাগেরহাট-৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতি আস্থা রেখে যারা আজ যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই।’
ইউটি/টিএ