ধর্মঘটে অচল মিনেসোটার মিনিয়াপলিস শহর

অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন যুক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যের মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) ‘নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং’ কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজ্যটির মিনিয়াপলিস শহর। ট্রাম্প সরকারের অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র।

অভিবাসন বিরোধী অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। তীব্র সমালোচনার মাঝেও আটক অভিযান চালিয়ে যাচ্ছে বিতর্কিত অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট- আইসিই। অভিযানে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে অভিবাসীদের।
 
নতুন করে একটি গাড়ি আটকানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, চালককে গাড়ি থেকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন আইসিই কর্মকর্তারা। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দেন পথচারীরা। প্রতিবাদের মুখে পরে ওই চালককে ছেড়ে দিতে বাধ্য হয় আইসিই।
 
এর আগে অভিবাসীবিরোধী অভিযানকালে গত মঙ্গলবার পাঁচ বছর বয়সি এক শিশু এবং তার বাবাকে আটক করে অভিবাসন পুলিশ আইসিই। এ ঘটনায় স্থানীয় অধিবাসী, শিক্ষা প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
 
লিয়াম কোনেজো রামোস নামের শিশুটি কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলের শিক্ষার্থী। স্কুলের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে স্কুল থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিল লিয়াম। বাড়ির কাছাকাছি আসতেই লিয়ামকে গাড়ি থেকে টেনে নামিয়ে নেন আইসিই কর্মকর্তারা।
 
আইসিইর এই ধাপাকড়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) মিনেসোটার অন্যতম প্রধান শহর মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি, ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি।
 
আইসিইকে মিনেসোটা ছাড়ার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি আইসিইর গুলিতে নিহত নারী রেনি গুডের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তোলেন তারা। গত ৭ জানুয়ারি অভিযান চালাতে গিয়ে ওই মার্কিন নারীকে তার গাড়ির ভেতর গুলি করে হত্যা করে এক আইসিই সদস্য।
 
এছাড়া আইসিইর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ করার পাশাপাশি মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। এদিন প্রতিবাদে সংহতি জানিয়ে বন্ধ থাকে কয়েকশ’ ব্যবসা প্রতিষ্ঠান। কর্মবিরতি পালন করেন হাজারো মানুষ। এমনকি নিত্যদিনের কেনাকাটা বন্ধ রাখেন বাসিন্দারা। ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও।
 
চলমান ফেডারেল অভিযান বর্ণভিত্তিক বৈষম্য করছে মন্তব্য করে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, এটি সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়ার বদলে ভীতসন্ত্রস্ত্র ও অসহায় করে তুলছে। শহর থেকে আইসিই-কে সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
 
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে মানবধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক।

পিআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৩৭ বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘হাম মেঁ শাহেনশাহ কৌন’ Jan 24, 2026
img
আবারও শিরোনামে বলিউডের আলোচিত মুখ সানি লিওন Jan 24, 2026
img
কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করছে মেটা Jan 24, 2026
img
দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম Jan 24, 2026
img
ভয়াবহ অভিজ্ঞতার পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন ছোটপর্দার অভিনেত্রী রুহানিকা Jan 24, 2026
img
বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের পাশে থাকবেন নাজাম শেঠি Jan 24, 2026
img
রাজধানীর রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১৮ Jan 24, 2026
img
স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন পায়নি: তৈয়্যব Jan 24, 2026
img
এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির Jan 24, 2026
img
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি Jan 24, 2026
img
এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না: আফজাল হোসেন Jan 24, 2026
img
দুবাই গিয়ে বহুতল নির্মাণের ব্যবসা করছেন অভিনেত্রী রিমি Jan 24, 2026
img
ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Jan 24, 2026
img
তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রুহুল কবির রিজভী Jan 24, 2026
img
ছবির চিত্রনাট্য পরিচালক প্রযোজক ঠিক না হলে কী করে কাজ করব!: প্রসেনজিৎ Jan 24, 2026
img
দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেবো না: জামায়াত আমির Jan 24, 2026
img
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন যুবদল নেতা মাসুদ Jan 24, 2026
img
ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস Jan 24, 2026
img
ভোমরা স্থলবন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি Jan 24, 2026
img
ধর্মঘটে অচল মিনেসোটার মিনিয়াপলিস শহর Jan 24, 2026