কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই। কারণ এই দেশটাকে আমরা আর কারো গোলামিতে পরিণত করতে চাই না।
তিনি বলেন, সুন্দর স্বপ্ন নিয়ে বুয়েটের মতো জায়গায় ছেলেটা (আবরার) পড়তো। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই দেশের জালিম শাসক তা হতে দেয়নি। আল্লাহ এই বান্দার আকাঙ্খা পূরণ করুক।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রায়াডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
আমির হামজা বলেন, এক মহান বান্দা আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান। বাংলাদেশের গর্ব শহীদ আবরার ফাহাদের কবরের পাশে দাঁড়িয়ে আছি। এত মেধাবী ছিল ছেলেটা- আমরা তা শুনেছি। শহীদদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে তারা মরে গেছে, এই কথা বলাও নিষেধ। এমনকি ধারণা করাও যাবে না, তারা মারা গেছে। তারা শুধু এই জগত থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে।
তিনি বলেন, এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্যমুক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই সমস্ত থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় জামায়াত কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, কুষ্টিয়ার জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরআই/টিকে