সমাজে সম্পর্কের টানাপোড়েন আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পাশে থেকো’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং তরুণ অভিনেত্রী মাফতুহা জিম। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।
গল্পের শুরু হয় নেহালকে কেন্দ্র করে, যে তার প্রেমিকার স্মৃতি নিয়ে একাকী জীবন কাটাতে চায়।
কিন্তু অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সে রাশেদ নামে এক বন্ধুর পরামর্শে মায়া নামের এক তরুণীকে চুক্তিতে ভাড়া করে আনে। টাকার বিনিময়ে এই অভিনয় নেহালের কাছে প্রথমে চরম ঘৃণার মনে হলেও সময়ের সাথে মায়ার সরলতা ও যত্নশীল আচরণ নেহালের বাবার মন জয় করে নেয়। বাবার মৃত্যুর পর চুক্তি অনুযায়ী মায়া চলে গেলে নেহাল নিজের ভুল বুঝতে পারে। সে আবিষ্কার করে, সে মায়াকে ভালোবেসে ফেলেছে।এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
রাকিবুল হাসান তানভীরের পরিচালনায় নাটকটিতে নেহাল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং মায়া চরিত্রে মাফতুহা জিম। জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
কেএন/টিকে