বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ ব্যাপারে আঞ্জুমানারা বেগম জানান, তিনি আগেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত সরকারের আমলে হয়রানি, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।
এখন তিনি তার পূর্বের দল বিএনপিতে ফিরে এসেছেন।
আরআই/টিকে