এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রতিপক্ষের গোলমুখে খুব একটা কার্যকর হতে পারল না রিয়াল মাদ্রিদ। নির্ধারিত নব্বই মিনিটে তারা লক্ষ্যে শট রাখতে পারল কেবল তিনটি। তার একটিতে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এই ফরাসি তারকা গোল করলেন আরেকটি। ভিয়ারেয়ালকে হারিয়ে, বার্সেলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল আলভারো আরবেলোয়ার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ঘরোয়া লিগে টানা পঞ্চম জয় পেল রেয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৫১।

রিয়ালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মোনাকোর বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচ থেকে ভিয়ারেয়ালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আরবেলোয়া।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও, উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। ২০তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে তারা। বক্সের ভেতর দারুণ নৈপুণ্যে আর্দা গিলেরের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস জুনিয়র। সাত মিনিট পর বক্সের বাইরে থেকে এমবাপের নিচু শটও রুখে দেন তিনি।



প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের ভুলে বল পান ভিনিসিউস জুনিয়র। বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান তারকার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।কদিন আগে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে দারুণ গোলে সেনেগালের ট্রফি জয়ের নায়ক পাপ গেয়ি এবার ক্লাব ভিয়ারেয়ালের হয়ে ভালো একটি সুযোগ পান প্রথমার্ধের যোগ করা সময়ে। কিন্তু বাইরে মারেন তিনি।

প্রথমার্ধে ভিয়ারেয়ালের চার শটের একটিও লক্ষ্যে ছিল না। আর রেয়ালের আট শটের দুটি লক্ষ্যে ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপে। তার পাস ধরেই বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন ভিনিসিউস। আরেক ডিফেন্ডার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে এমবাপের কোনাকুনি নিচু শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

৭২তম মিনিটে ম্যাচে লক্ষ্যে নিজেদের একমাত্র শটটি রাখতে পারে ভিয়ারেয়াল। তবে আলবের্তোর শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি থিবো কোর্তোয়াকে। ৮২তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস বক্সে পান এমবাপে। তার প্রথম স্পর্শের পর দারুণ ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন ভিয়ারেয়াল ডিফেন্ডার রাফা মারিন।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিকে পানেনকা শটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন এমবাপে। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রেয়াল। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারো।

এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ Jan 25, 2026
img
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প Jan 25, 2026
img
চট্টগ্রামে তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Jan 25, 2026
img
ঢাবি ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ Jan 25, 2026
img
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ Jan 25, 2026
img
ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার Jan 25, 2026
img
ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ Jan 25, 2026
img
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রেরণা জোগায়: প্রধান উপদেষ্টা Jan 25, 2026
img
সহজ জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানচেস্টার সিটি Jan 25, 2026
img
অভিবাসী চোরাচালানের শাস্তি কঠোর করছে গ্রিস Jan 25, 2026
img
দীর্ঘ দিন হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন অভয় দেওল! স্টেম সেল থেরাপিতেই কমল যন্ত্রণা Jan 25, 2026
img
রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার মেয়েরাও জিতল সুপার কাপ Jan 25, 2026
img
গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৮ Jan 25, 2026
img
সিগারেটকে অনেক ছেলে-মেয়ে ফ্যাশন মনে করে: প্রাণিসম্পদ উপদেষ্টা Jan 25, 2026
img
এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ Jan 25, 2026
img
শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণার কারণে মাদরাসা শিক্ষককে জরিমানা Jan 25, 2026
দেড় ঘণ্টার দেরি, মেজাজ হারালেন নানা পাটেকর Jan 25, 2026
স্টানিং লুকে নেটিজেনদের মুগ্ধ করলেন ভাবনা Jan 25, 2026
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সমর্থন দেবেন পিসিবির সাবেক চেয়ারম্যান Jan 25, 2026
img
আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ : ডেনিশ প্রধানমন্ত্রী Jan 25, 2026