শুরুতে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ। শেষদিকে ছয় মিনিটের মধ্যে তাদের জালে দুইবার বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিল আউক্সবুর্ক।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে বায়ার্ন। এই মৌসুমে লিগে শিরোপাধারীদের প্রথম হার এটিই। ১৯তম রাউন্ডে এসে থেমে গেল তাদের অপরাজেয় যাত্রা।
দুই মৌসুম মিলিয়ে লিগে আগের ২৭ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন। এই মাঠেই গত বুধবার ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে বায়ার্ন। আউক্সবুর্কের বিপক্ষে ২৩তম মিনিটে তারা এগিয়ে যায় হিরোকি ইতোর গোলে।
প্রথমার্ধে হ্যারি কেইন, লুইস দিয়াসরা ভালো কিছু সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি। ৭৫তম মিনিটে আর্থারের গোলে সমতা ফেরায় সফরকারীরা। ৮১তম মিনিটে দলটিকে এগিয়ে নেন মাসেঙ্গো। সেটিই গড়ে দেয় ব্যবধান।
১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে আউক্সবুর্ক।
এসএস/টিকে