ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনের বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুযায়ী পুনর্বিবেচনার প্রেক্ষিতে মনির হোসেনসহ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্য পদসহ পূর্বের সাংগঠনিক অবস্থানে পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. মনির হোসেন বলেন, “দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানাই।
কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখতে আগের চেয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করব। স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের বিজয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় থাকব।”
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, এই সিদ্ধান্ত বোয়ালমারীসহ পুরো জেলায় সংগঠনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি মনে করছেন।
আরআই/টিকে