প্রায় দুই দশক ধরে অভিনয়ের জগতে নিজস্ব পথ তৈরি করেছেন অভয় সিংহ দেওল। নামের পাশে দেওল পরিবারের পরিচয় থাকলেও বাণিজ্যিক ছবির স্রোতে গা ভাসাননি তিনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খানিক আড়ালেই রেখেছিলেন। সেই আড়ালের বড় কারণ যে তাঁর শারীরিক লড়াই, তা সম্প্রতি নিজেই সামনে এনে দিয়েছেন অভিনেতা।
বছরের পর বছর হাঁটুর তীব্র যন্ত্রণা আর সায়াটিকার ব্যথায় ভুগছিলেন অভয়। স্লিপ ডিস্কের সমস্যায় চলাফেরা থেকে ঘুম সব কিছুই হয়ে উঠেছিল কষ্টকর। শারীরিক যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল মানসিক অবসাদও। অস্ত্রোপচারের কথা ভাবতে চাননি তিনি। ঠিক সেই সময়ই বিকল্প চিকিৎসা হিসেবে স্টেম সেল থেরাপির কথা জানতে পারেন অভিনেতা।
ভরসা করে দক্ষিণ কোরিয়ায় যান অভয়। সেখানেই নিজের শরীরের কোষ ব্যবহার করে করা হয় স্টেম সেল থেরাপি। অভয়ের কথায়, কোনও কৃত্রিম উপকরণ নয়, শরীরের নিজস্ব কোষই ধীরে ধীরে তাঁকে সুস্থতার পথে ফিরিয়ে এনেছে। চিকিৎসার পর হাঁটুর যন্ত্রণা অনেকটাই কমেছে, নিয়ন্ত্রণে এসেছে সায়াটিকার ব্যথাও। দীর্ঘদিন পর স্বাভাবিক জীবনের স্বাদ পাচ্ছেন অভিনেতা।
চিকিৎসকদের মতে, স্টেম সেল থেরাপিতে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতের ক্ষমতা থাকে। অনেক ক্ষেত্রে ব্যক্তির নিজের শরীর থেকেই স্টেম সেল সংগ্রহ করা হয়, যা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। সায়াটিকার মতো সমস্যায় এই থেরাপি স্নায়ুর চারপাশের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত ডিস্ক ও টিস্যু পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে অভয় যেন আবার নতুন করে জীবন ফিরে পেয়েছেন। অভিনয়ের বাইরে এই লড়াইয়ের গল্পই এখন তাঁর জীবনের এক নতুন অধ্যায় হয়ে উঠেছে।