গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থীসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বলিয়াদি বকশিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত ৮ জনের অবস্থা গুরুতর থাকায় তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বলিয়াদি বকশিবাড়ী এলাকায় কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে সিএনজিতে থাকা ৫ জন ও মোটরসাইকেলে থাকার ৩ জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুন নাহার ইতি দেশের একটি গণমাধ্যমকে জানান, আহত সবার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
আরআই/টিকে