ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ সম্মান পেলেন অভিনেতা আর মাধবন। শুধু তা-ই নয়, তার সঙ্গে একই সম্মাননা পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। রবিবার সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই দুই অভিনেতা।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে ভারত সরকার। এই তালিকায় ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন বলে জানা গেছে।
এই দুই অভিনেতা ছাড়াও এ বছরের পদ্ম সম্মান তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান এবং মামুট্টি এবং অলকা পেলেন পদ্ম ভূষণ সম্মান।
সূত্র : ইকোনমিক টাইমস
এমআই/এসএন