বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে হৃতিক রোশন অন্যতম। আর সিনেমা থেকে শুরু করে ব্যক্তিজীবন সব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে অভিনেতার সুস্থতা নিয়ে ভাবছেন ভক্তরা। কারণ, শনিবার (২৪ জানুয়ারি) রাতে একেবারেই ভিন্ন দৃশ্য দেখলেন সবাই। মুম্বাইয়ে পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে হৃতিককে দেখা গেল এলবো ক্রাচ (হাতের লাঠি) ব্যবহার করতে আর তাতেই শুরু জল্পনা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো হুডি, ম্যাচিং জগার্স আর ক্যাপ পরে নীরবে পার্টিতে আসেন হৃতিক। সাধারণত পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিলেও সেদিন তিনি দ্রুত ভেন্যু ছাড়েন। গাড়ির দিকে হাঁটার সময় লাঠিতে ভর করে হাঁটছিলেন তিনি। সব মিলিয়ে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ।
হঠাৎ এই দৃশ্য দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো ট্রেনিংয়ের সময় হাঁটুতে বা পায়ে চোট পেয়েছেন অভিনেতা। কারণ, মাত্র এক সপ্তাহ আগেই হৃতিক সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ট্রান্সফরমেশনের ছবি শেয়ার করেছিলেন। সেখানে তাকে দেখা গিয়েছিল একদম ফিট ও চনমনে। যদিও অভিনেতা এখনও তার হাঁটনে না পারার আসল কারণ স্পষ্ট করেননি।
এই ঘটনার মাঝেই আবার আলোচনায় এসেছে কোরিওগ্রাফার বস্কো-র একটি পুরোনো সাক্ষাৎকার। ‘মির্চি প্লাস’-এ দেয়া সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’সিনেমার জনপ্রিয় গান ‘সেনোরিটা’ শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন। তবু ক্যামেরার সামনে তার পারফরম্যান্সে সেটার লেশমাত্র টের পাওয়া যায়নি।
বস্কো আরও জানান, ‘ব্যাং ব্যাং’সিনেমার ‘তু মেরি’ গানের সময়ও হৃতিক ততক্ষণ স্বস্তি পান না, যতক্ষণ না ফ্লোর, জুতো আর মুভমেন্ট সবকিছু নিজের সঙ্গে একদম মানিয়ে নিতে পারেন।
প্রসঙ্গত, হৃতিককে সর্বশেষ দেখা গেছে ‘ওয়ার টু’-এ, যেখানে তার সঙ্গে ছিলেন কিয়ারা আদভানি ও এন. টি. রামা রাও জুনিয়র। এখন শোনা যাচ্ছে, তিনি প্রস্তুতি নিচ্ছেন বহু প্রতীক্ষিত ‘কৃষ ফোর’-এর জন্য, যেটি হতে যাচ্ছে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ।
সূত্র: ইয়ন