আমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই: ডা. শফিকুর রহমান

জনগণের আমানতের মালিক নয়, চৌকিদার হতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করার আমাদের কোনো ইচ্ছে নেই। যদি আপনারা বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দেন, তাহলে আগামী ৫টি বছর চৌকিদার হয়ে তা রক্ষা করতে চাই। স্পষ্টভাবে বলতে চাই, আমরা মালিক হবো না, চৌকিদার হবো।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শীর্ষক এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আব্দুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, যারা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, তারা নিজেরা আগে ঠিক হোন। বেছে বেছে ঋণখেলাপিদের নিয়ে নির্বাচন করবেন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এটা হতে পারে না, এটা তামাশা। আপনারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে ঋণখেলাপিদের বাদ দিন। তাদেরকে বাদ দিয়ে আসুন, তখন জাতি আপনাদেরও মেনে নেবে।

বক্তব্যের একপর্যায় জামায়াতে ইসলামীর আমির বলেন, যে দল চাঁদা না পেলে নিজের দলের লোকদেরই মেরে ফেলে, সেই দলের সঙ্গে দাঁড়াতে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত।

তিনি বলেন, আমরা সময়ের এমন একটা বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি, যখন সময় আমাদের এই বলে ডাকছে যে, তোমরা কি আলোকে বেছে নেবে নাকি অন্ধকার। আলো ও অন্ধকার দুটি পথ আছে। তুমি কোন পথ বেছে নেবে?

যুবকদের উদ্দেশ ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দেব না। তাদের হাতে কাজ তুলে দেব, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। যুবকরা আমাদের সঙ্গে আছে। তারাই আমাদের অনুপ্রেরণা।

গণভোটের বিষয়ে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদির পক্ষে। আর ‘না’ মানে গোলামির পক্ষে। তাহলে আমরা আজাদি চাই, নাকি গোলামি চাই? ‘হ্যাঁ’ মানে নিপীড়িত, মজলুমের পক্ষে। আর ‘না’ হলো অত্যাচারী, চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে। ঘরে ঘরে আমরা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা করব। ইনশাআল্লাহ, ‘হ্যাঁ’ বিজয়ী হবে।

ঢাকা-৭ আসনে ভোট দিয়ে হাজী মো. এনায়েত উল্লাহকে বিজয়ী করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরাতন হয়, তত খাটি হয়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, গোল্ড বানাবো। পুরান ঢাকাকে গোল্ড বানাতে আপনারা ভোট দিয়ে এনায়েত উল্লাহকে বিজয়ী করুন। বক্তব্য শেষে এনায়েত উল্লাহর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনী আইন অনুযায়ী, গত বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সব দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করা মানুষকে ভয় দেখানো যায় না: হান্নান মাসুদ Jan 25, 2026
img
রাশিয়ায় দেখা গেল ‘দুটি সূর্য’! Jan 25, 2026
img
শিল্পীদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়: মৌনী Jan 25, 2026
img
এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান Jan 25, 2026
img
সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এখনই: জাইমা রহমান Jan 25, 2026
অভিনয় শুরু করার আগে তার জীবনপথের অজানা গল্প Jan 25, 2026
img
দল ঘোষণা হলেও পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সরকারের সিদ্ধান্তে Jan 25, 2026
বর্তমানে এই অভিনেত্রী কি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন Jan 25, 2026
img
সানির গর্জনে আঠাশ বছর আগের স্মৃতি উসকে কেমন হল ‘বর্ডার ২’ Jan 25, 2026
img
চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় সোমবার Jan 25, 2026
img
ভোটের মাঠে থাকছে ১৭ লাখ জনবল, ৫৫ হাজার পর্যবেক্ষক Jan 25, 2026
img
সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জন্মদিন আজ Jan 25, 2026
img
স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা Jan 25, 2026
img
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের মতো পরিণতি যেন কারো না হয়: রুমিন ফারহানা Jan 25, 2026
img
সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল Jan 25, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jan 25, 2026
img
রাতের পর রাত কেন ঘুমাতে পারেননি রাভিনা টেন্ডন? Jan 25, 2026
img
১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকারে এলে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান: মোবারক হোসাইন Jan 25, 2026
img
‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ Jan 25, 2026
img
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সংবাদ সম্মেলন সোমবার Jan 25, 2026