গায়িকা আকৃতি কক্কর কলকাতায় শীতের শহরে হাজির হয়ে দর্শকদের সঙ্গে সরাসরি আড্ডা দিলেন। ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই শিল্পী। অবাঙালি হলেও বাংলা সংগীতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। কলকাতায় আসার সঙ্গে সঙ্গে নিজের দু’বছরের ছেলে এবং স্বামীকেও সঙ্গে নিয়েছেন। দর্শকদের উৎসাহ এবং উপস্থিতি দেখে আকৃতি জানালেন, “এর থেকে বেশি আর কি চাই?”
কথা হয়েছিল বাংলা গানের বর্তমান পরিস্থিতি নিয়ে। আকৃতি জানান, বর্তমানে বিশেষভাবে বাংলা গান গাওয়ার প্রস্তাব কমে গেছে। “এখনও স্টেজে উঠলে পাগলু না গেয়ে আমাকে নামতে দেওয়া হয় না। তবে ভালো গান এলে অবশ্যই আবার কাজ করব।” তিনি এও জানান, রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে না বসার সিদ্ধান্তও সচেতনভাবে নিয়েছেন। কারণ, সন্তান এখন ছোট এবং বেশি সময় দিতে চান তিনি। নতুন মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে আকৃতি বলেন, “দু’বছরের সন্তান আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলেছে। জন্মের আগে থেকেই সুরের বোধ তৈরি হয়েছে। সে কখনও অনুষ্ঠান চলাকালীন কান্নাকাটি করে না, গান খুব ভালোবাসে।”
আকৃতি মনে করেন, ছেলে ভবিষ্যতে গানের সঙ্গে যুক্ত হবে কিনা, সেটি পুরোপুরি তার ইচ্ছার উপর নির্ভর করবে। পাশাপাশি এআই দিয়ে গানের উত্থান নিয়ে তিনি সতর্ক। “একবার আমাকে একটি এআই-ভিত্তিক স্ক্র্যাচ গান শোনানো হয়েছিল। এতে কোনো আবেগ নেই। এভাবে চললে সঙ্গীত শিল্পীদের জন্য চিন্তার বিষয়। তবে মানুষের আবেগ ও উপস্থিতি কোনো প্রযুক্তি প্রতিস্থাপন করতে পারবে না। আজ আমি মানুষের ভালোবাসা হাতে ভরে নিচ্ছি, এটি কোনো এআই করতে পারবে না।”
পিআর/টিকে