ক্রিকেট ও রাজনীতিকে এক করে দেখা উচিত নয়, এমনই মন্তব্য করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তাঁর মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সংস্কৃতিই।
সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেতা। অনুষ্ঠান উপলক্ষে প্রমোশনাল কার্যক্রমের ফাঁকে ক্রিকেট প্রসঙ্গ উঠলে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তাঁর মতে, সাকিবকে আরও আগেই দলে ফিরিয়ে আনা উচিত ছিল।
মিশা বলেন, রাজনৈতিক নানা ইস্যুর কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এই অলরাউন্ডার। তবে এসব বিষয় ক্রিকেটের সঙ্গে জড়ানো ঠিক নয় বলেই মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মিশা সওদাগরের মন্তব্য, “সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরো বলেন, “যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।” অনেকেই মিশার এই বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।
আইকে/টিএ