ছবি: সংগৃহীত
মাত্র ১৬ লক্ষ টাকা থাকলেই কেনা যাবে বিমান। নাম কলাম্বিয়ান ক্র্যাক। বিমানটি এতটাই ছোট যে বাড়ির গ্যারাজেও রাখা যাবে এটি। মোটর সাইকেলে ব্যবহৃত ইঞ্জিনের চেয়েও ছোট এর ইঞ্জিন। এমনকি হাত দিয়ে ঘুড়িয়েই চালু করা যায় বিমানটি।
বিমানটি লম্বায় মাত্র ১০-১২ ফুট । ওজনেও বেশ হালকা। মাত্র ৮০ কেজি। ১৫ হর্স পাওয়ারের দু’টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে যা একটি শক্তিশালী মোটরসাইকেলের চেয়ে ও ছোট। এই ছোট্ট বিমানটি প্রতি ঘন্টায় ১৯০ কিলোমিটার গতিতে উড়তে পারে।
একটানা ৫০ থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়তে পারে বিমানটি। কাজেই এতে একবারে ৫০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব। দামে সস্তা ও উচ্চগতি সম্পন্ন হওয়ায় বিমানটি বেশ জনপ্রিয়টা পেয়েছে পশ্চিমা দেশগুলোতে। এ কারণেই আমেরিকানরা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে দূর-দূরান্তে যেতে ব্যবহার করে থাকে বিমানটি। এর ককপিট অনেক ছোট, তারপরও ককপিটে রয়েছে স্পিডোমিটার, অল্টিচিউড মিটার, ফুয়েল গেজ কম্পাস, ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থাসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটার।
বিমানটি মূলত পিষ্টনের তৈরি দুইটি ইঞ্জিন দ্বারা চালিত। এর নিচে সেইফলি ওঠা-নামার জন্য রয়েছে ৩ টি চাকা যেগুলো ল্যন্ডিং গিয়ার নামে পরিচিত। উড়োজাহাজটি রানওয়ে ছাড়াও ঘাসযুক্ত মাঠে ওঠা নামা করতে পারে খুব সহজেই।
এসএম/টিএ