পাঁচ দশকের চলচ্চিত্র জীবন এবং সঙ্গীত জগতে প্রভাবশালী গীতিকার ও পরিচালক জাভেদ আখতার বলিষ্ঠ বক্তব্য ও স্পষ্ট মতামতের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন। কখনও রাজনৈতিক বিতর্কে, কখনও সামাজিক প্রসঙ্গে, কখনও আবার পদবীর কারণে তাঁকে ‘দেশদ্রোহী’ উপাধি দেওয়ার মতো কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবে সবসময়ই জাভেদ আখতার তার নিজের যুক্তি ও কথায় পালটা দিয়েছেন।
সম্প্রতি ৭৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাভেদ। পোস্টটি প্রকাশ হওয়ার পরেই কয়েকজন নিন্দুক ভক্ত বা অনুসারী মন্তব্যে কটাক্ষ করতে শুরু করেন। তবে প্রবীণ গীতিকার এই মন্তব্যে চুপ থাকেননি। স্পষ্ট ও সরাসরি জবাব দিয়ে তিনি নিন্দুককে নিজের বক্তব্যের মাধ্যমে বোঝান, বিতর্কিত মন্তব্য দিয়ে কারও ভাবমূর্তিতে আঘাত করা যায় না।
জাভেদ আখতার বলেন, “আমি সবসময়ই স্পষ্ট কথা বলেছি। সত্যি এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমার কাজের অংশ। যারা অন্যকে অসম্মান করে, তাদেরকে আমি সরাসরি মুখোমুখি বলি। এটি আমার ধারাবাহিকতা।” তাঁর এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অভিনয়, সঙ্গীত ও সমাজচিন্তার মাধ্যমে জাভেদ আখতার দীর্ঘদিন ধরে দর্শক ও পাঠকের মনে এক বিশেষ স্থান করে নিয়েছেন। তার স্পষ্টবাদী মনোভাব তাকে শুধু চলচ্চিত্র জগতে নয়, সামাজিক আলোচনাতেও প্রভাবশালী করে তুলেছে।
ইউটি/টিএ