দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’ মুক্তির দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। লোকোশ কানাগারাজের পরিচালনায় নির্মিত এই ছবিটি বিশ্বজুড়ে প্রথম দিনেই আয় করেছে ১৫০ কোটি টাকা, যা তামিল চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড। তবে ছবির এই বিপুল সাফল্যের মাঝেই দর্শকদের একাংশের মধ্যে হতাশার সুর শোনা যাচ্ছে আমির খানের চরিত্র ঘিরে।
জানা গেছে, ছবিতে বলিউডের কিংবদন্তি অভিনেতা আমির খানকে দেখা গেছে কেবল ক্লাইম্যাক্সে। তাঁর চরিত্রটি খুব সংক্ষিপ্ত এবং মূল কাহিনির সঙ্গে বিশেষ সংযোগও তৈরি করতে পারেনি। এত বড় মাপের তারকার জন্য এমন সামান্য উপস্থিতি দর্শকদের কাছে ‘অপচয়’ মনে হয়েছে।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এ ধরনের উপস্থিতি শুধু তারকা শক্তি প্রদর্শনের জন্যই ব্যবহার করা হয়েছে, অথচ কোনো যথার্থতা নেই।
‘কুলি’ দক্ষিণ ভারতে বিপুল সাড়া ফেললেও হিন্দি বাজারে ছবির গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে দুর্বল। তাতে আবার যুক্ত হয়েছে আমির ভক্তদের সমালোচনা। তাদের দাবি, আমির খানের মতো শিল্পীকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি।
এখন দেখার বিষয়—পরিচালক লোকোশ কানাগারাজ বা ছবির নির্মাতারা এই সমালোচনার জবাব দেন কি না। আপাতত রজনীকান্তের তারকাখ্যাতি ও দক্ষিণী দর্শকদের উন্মাদনাই ছবির ব্যবসা এগিয়ে নিচ্ছে।
ইউটি/টিএ