বলিউডে পাত্র ও মাতৃসদৃশ অভিনয়ের জন্য পরিচিত সইফ আলী খান সম্প্রতি জন্মদিন পালন করেছেন। এই বিশেষ দিনে তাঁর সহ-অভিনেত্রী এবং প্রাক্তন সহকর্মী করিনা কাপুর খানের পক্ষ থেকেও একটি বিশেষ শুভেচ্ছা প্রকাশ পেল।
করিনা সামাজিক মাধ্যমে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাদের এক সিনেমার স্মৃতিকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। ‘অভিশপ্ত রাতে’ ছবিটি তাঁদের প্রারম্ভিক সহযোগিতার একটি বিশেষ চলচ্চিত্র হিসেবে সইফের সঙ্গে তার বন্ধুত্ব ও পেশাদার সম্পর্কের দৃঢ়তার প্রতীক হয়ে রয়েছে। পোস্টে করিনা লিখেছেন, “পতৌদি পরিবারের সিংহ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ‘অভিশপ্ত রাতে’র স্মৃতি আজও হৃদয়ে অমলিন।”
শুভেচ্ছার এই বার্তা শুধু বন্ধু এবং সহকর্মীর আন্তরিকতা প্রকাশই নয়, বরং দুই তারকার এক বিশেষ চলচ্চিত্রভিত্তিক বন্ধনের পুনঃস্মরণও বটে। বলিউডের ভক্তরা সামাজিক মাধ্যমে এই পোস্টকে বিশেষভাবে গ্রহণ করেছেন এবং সইফ-করিনার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রশংসা করেছেন।
সইফ আলী খান তার ক্যারিয়ারে প্রভাবশালী এবং বৈচিত্র্যময় অভিনয়ের জন্য পরিচিত। করিনা কাপুর খানের সঙ্গে ‘অভিশপ্ত রাতে’ ছবির কাজ আজও দুই তারকার ভক্তদের মনে এক স্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে। এই শুভেচ্ছা এবং স্মৃতিচারণ সেই বন্ধনকে আরও দৃঢ় করে।
ইউটি/টিএ