ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। হামলায় জড়িত সন্দেহে একের পর এক অভিযানে নেমেছে সে দেশের সেনাবাহিনী। গত ৭২ ঘণ্টায় সন্দেহভাজন ৯ জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে কাশ্মীরের বান্দিপোরা ও ত্রালে অভিযান চালায় ভারতীয় সেনা। লস্কর-ই-তৈয়বা সংগঠনের সদস্য সন্দেহে দুই বাড়িতে বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয়।
সেনা সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়েছে, বান্দিপোরার সন্দেহভাজনের নাম জামিল আহমেদ এবং ত্রালে অভিযুক্তের নাম আমির নাজির।
পেহেলগাম হামলার পর সেনাবাহিনী স্থানীয় কয়েকজন সন্দেহভাজনের একটি তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকা অনুসারেই অভিযান চালিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী।
পেহেলগাম হামলার ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
এসএস/এসএন