ছবি: সংগৃহীত
২০২৫ সালের প্রথম হজ ফ্লাইট উড়বে সাউথ আফ্রিকা থেকে। ২৮ এপ্রিল সাউথ আফ্রিকা থেকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি অবতরণ করবে সৌদি আরবে। এর মাধ্যমেই এই বছরের হজ মৌসুমের আনুষ্ঠানিক ফ্লাইটের সূচনা হবে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে হজ ফ্লাইট চলমান থাকবে।
২৮ এপ্রিল সাউথ আফ্রিকা থেকে হজের প্রথম ফ্লাইট চালুর একদিন পর ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট যাবে সৌদি আরবে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভারত থেকে হজ ফ্লাইটের সূচনা হবে ২৯ এপ্রিল।
হজযাত্রীদের স্বাগত জানানোর জন্য জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ২০২৪ সালের সমস্ত বিধি ও প্রবেশের নীতিমালা অপরিবর্তিত থাকবে। হজযাত্রীদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা এবং বৈধ হজ ভিসা থাকতে হবে। আগত হজযাত্রীদের সরাসরি মক্কা এবং মদিনার নির্ধারিত বাসস্থানে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এছাড়াও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এ সব যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলো-আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি- এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়।
এসএম/টিএ