ভারতের অন্যতম আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের জীবনের গল্প এবার উঠে আসছে পর্দায়। আলোচিত এই প্রতারকের প্রেম, প্রতারণা আর বিলাসবহুল জীবনের রহস্য ঘিরে তৈরি হতে চলেছে একটি তথ্যচিত্র, যেটি নির্মাণের পরিকল্পনা করেছে একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম।
দুই শত কোটি টাকার তোলাবাজি, অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া সুকেশ শুধু অপরাধ জগতেই নন, বলিউডেও বেশ চর্চিত নাম। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বহুবার উঠে এসেছে সংবাদ শিরোনামে।
প্রেমিকার জন্মদিনে দামি উপহার, বিলাসবহুল গাড়ি, বিদেশি ফুলের বাগান কেনা — এমনকি ইলন মাস্ককে লেখা চিঠিতে কোটি কোটি টাকার বিনিয়োগের স্বপ্ন — এসবই যেন সুকেশকে ঘিরে তৈরি করে এক সিনেমাটিক চরিত্রের ছবি।
সূত্র জানিয়েছে, তথ্যচিত্রটিতে শুধুই সুকেশের অপরাধ নয়, তুলে ধরা হবে তাঁর ব্যক্তিজীবন, বিশেষ করে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কের নানা দিক। নির্মাতারা মনে করছেন, এই কাহিনির মূল 'ভয়েস' হতে পারেন জ্যাকলিন নিজেই। তাই তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে।
তবে নায়িকা বিষয়টি নিয়ে ভাবনার সময় চেয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে তথ্যচিত্রে তাঁকে কীভাবে উপস্থাপন করা হবে — সে নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন তিনি।
তবে নির্মাতাদের পরিকল্পনা স্পষ্ট — আদালতের নাটকীয়তা, সুকেশের অপরাধজীবনের রঙিন অধ্যায়, এবং সামাজিক প্রেক্ষাপটে তাঁর মতো প্রতারকের উত্থানকে ঘিরেই হবে এই প্রামাণ্যচিত্রের মূল কাঠামো।
তথ্য অনুযায়ী, ২০২৬ সাল নাগাদ এই তথ্যচিত্রের শুটিং শুরু হতে পারে। তবে যেহেতু সুকেশ এখনো বিচারাধীন, তাই আইনি কিছু জটিলতা রয়েছে। সে সব মিটিয়ে নিতে পারলেই প্রকল্পে আলোর মুখ দেখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্প্রতি নিজের মা হারিয়েছেন জ্যাকলিন। সেই সময়েও সুকেশ তাঁর পাশে থাকার বার্তা পাঠিয়েছেন কারাগার থেকে। জানিয়ে দিয়েছেন, বালিতে জ্যাকলিনের জন্য একটি বিশেষ ফুলের বাগান কিনেছেন। এমনকি ভ্যাটিক্যানে করেছেন বিশেষ প্রার্থনার আয়োজন।
এইসব ঘটনার জেরে ফের আলোচনায় সুকেশ-জ্যাকলিন সম্পর্ক। এবার সেই সম্পর্কই উঠে আসতে চলেছে ক্যামেরার সামনে, ওটিটির পর্দায়। এখন দেখার বিষয়, নায়িকা শেষ পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হন কি না।