বাংলাদেশে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেভিড বুন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চট্টগ্রাম টেস্টের আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সম্মাননা স্মারক তুলে দিয়েছে।
আগেই জানা গিয়েছিল, এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি হিসেবে নিজের ক্যারিয়ার শেষ করবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। টসের পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম তাকে আইসিসির স্মারক তুলে দেন। এ সময় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা উপস্থিত ছিলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজও সম্মাননা জানান।
বুন আইসিসির ম্যাচ রেফারি হিসেবে প্রায় ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি মোট ৮৭টি টেস্ট, ১৮৩টি ওয়ানডে এবং ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে প্রথমবারের মতো তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব নেন এবং এক যুগের বেশি সময় পর এখন তিনি অবসর নিচ্ছেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বুন। তিনি ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং সেই সময় ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।
এসএস/এসএন