ইংল্যান্ডের বিপক্ষে জাসপ্রিত বুমরাহকে পূর্ণাঙ্গ বিশ্রাম এবং সুস্থ থাকলে কমপক্ষে চারটি টেস্ট খেলানো— শর্তসাপেক্ষে দুটি পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। শারীরিকভাবে বুমরাহ কতটা ফিট সেটিই হচ্ছে শর্ত। যদি ঠিক থাকেন এবং পারফর্ম ভালো করেন, তবে বাড়বে টেস্ট খেলার সংখ্যা।
ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মনে করেন, বুমরাহকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবে ভারত। সেখানে সাদা পোশাকে ফিরবেন পিঠের চোটে ভোগা বুমরাহ। শাস্ত্রী চান, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের সঙ্গে পেসজুটিতে থাকুক বুমরাহ।
শাস্ত্রী বলেছেন, ‘আমি হলে দুটো টেস্ট খেলিয়ে বিশ্রাম দিতাম বুমরাহকে। ওকে চারটে টেস্ট খেলানো অবশ্য উচিত। কীভাবে বুমরাহ সিরিজ শুরু করছে তার উপর নির্ভর করবে পাঁচটা টেস্ট খেলানো হবে কি না। তবে অন্তত একটা ম্যাচ বিশ্রাম পেলে ভালো হয়।’
আইপিএল শেষ হলেই রোহিত শর্মার দল চড়বে ইংল্যান্ডের বিমানে। সেখানে ভিন্ন ভেন্যুতে বসবে পাঁচ ম্যাচের সিরিজ। শাস্ত্রীর মতে, পেস কন্ডিশনে শামি-সিরাজ-বুমরাহ ত্রয়ী হতে পারে ইংলিশদের ত্রাস। সিরাজের প্রশংসা করেছেন শাস্ত্রী। একই সঙ্গে খেলোয়াড়দের সুস্থ থাকার কথাও বলেছেন।
শাস্ত্রী জানিয়েছেন, ‘সিরাজ, শামি এবং বুমরাহ যদি সুস্থ থাকে, ওরা ইংল্যান্ডের জন্য সমস্যা তৈরি করবে। এই তিনজন সুস্থ থাকলে দুর্দান্ত পেস আক্রমণ তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে সিরাজের খারাপ লেগেছিল। এটা আমার ভাল লাগে। সিরাজ নিজেকে আবার তৈরি করেছে। আইপিএলে ও আবার ফিরে এসেছে।’
২০ জুন থেকে শুরু হবে সাদা পোশাকের লড়াই। শেষ টেস্ট ৩১ জুলাই শুরু। ম্যাচগুলি যথাক্রমে হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ম্যানচেষ্টার এবং ওভালে খেলা হবে। এখনও সিরিজের দল দেয়নি ভারত বা ইংল্যান্ডের কেউ।
আরএম/টিএ