ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা এবার ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়েছে, এবং তার প্রভাব পড়ছে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে। পেহেলগামে হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল এশিয়ান ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারত প্রথমে একটি দল পাঠানোর পরিকল্পনা করেছিল, কিন্তু হামলার পর পরিস্থিতির অবনতির কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
ভারতের এই সিদ্ধান্ত একে অপরকে পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে, এবং এর ফলে পাকিস্তানেও ক্রীড়াঙ্গনে চাপ তৈরি হচ্ছে। ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে, এবং সাম্প্রতিক কাশ্মির হামলার ঘটনায় এমন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যে, ভবিষ্যতে আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে।
ভারতের সিদ্ধান্তের ফলে এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে তাদের সরে দাঁড়ানো বাংলাদেশের মতো দেশগুলোকে ভাবতে বাধ্য করবে, কারণ রাজনৈতিক উত্তেজনা ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলছে। পিএসএলসহ অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টেও রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট হয়েছে, এবং আগামীতে দুই দেশের ক্রীড়াঙ্গন সম্পর্ক নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে।
এসএস/এসএন