পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১৫:১৩:৩৮
ছবি : সংগৃহীত
পহেলগাম কাণ্ডের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। বেড়াতে গিয়ে পর্যটকদের এমন ভয়াবহ পরিণতি দেখে ত্রস্ত হয়ে পড়েছে সবাই। একই পরিস্থিতি সালমান খানেরও, যার পর জঙ্গি হামলার ঘটনায় তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এমনিতে লরেন্স বিষ্ণোই এর হুমকির জেরে ভয়ে ভয়েই দিন কাটে ভাইজানের। বিষ্ণোই শুধু তার প্রাণনাশের হুমকি দেয়নি, সালমানের পরিজনেরাও রয়েছে নিশানায়, বুঝিয়ে দিয়েছে স্পষ্ট। নিরাপত্তা জোরদার হয়েছে অভিনেতার বাড়ির। জানলার কাচও বদলে ফেলেছেন। কিন্তু এমন আতঙ্কের মধ্যেও ‘ সিকান্দার ’ ছবির শুটিংও চালিয়ে গিয়েছিলেন তিনি। এ বার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির সঙ্গে দোসর হল পহেলগাম জঙ্গি হানা। তাই বড় একটি অনুষ্ঠান পিছিয়ে দিলেন ভাইজান।

ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সালমানের। কিন্তু আনন্দ করার সময় এটা নয়, কারণ দেশের মানুষ ত্রস্ত হয়ে রয়েছেন। প্রত্যেকে শোকাচ্ছন্ন। তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। সোমবার সমাজমাধ্যমে পোস্ট করে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, “কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সবাই ভারাক্রান্ত। তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি, শোকের সময়ে এই অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার জেরে কারও কোনও অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

সালমান খান ছাড়াও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল সারা আলি খান, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারদের।

আরএম/টিএ

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

নেট দুনিয়ায় চলতি প্রেমের গুঞ্জনের মাঝেই তৃতীয় সন্তানের মা শ্রীলীলা

কাজলের ফর্মে ফেরার বছর

আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি: জয়

হায়দারাবাদে আনন্দময় সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা

নুসরাতের বিয়ে নিয়ে চিন্তিত দাদি

‘তাণ্ডব’ শুটিংয়ে এক সঙ্গে শাকিব খান ও সাবিলা নূর

ইরেশ যাকেরের ঘটনায় বিস্ময় শোবিজ দুনিয়ায়

আওরঙ্গজেবকে কষিয়ে চড় মারতে চাই : বিজয় দেবেরাকোন্ডা

নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা

দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা

দীপিকার সৌন্দর্যের গোপন রহস্য হাইফু,জেনে নিন কিভাবে কাজ করে এই পদ্ধতি

শীর্ষস্থানে টেইলর সুইফট

কবির আমাকে জন্মদিনে সেরা উপহার দিয়েছে বললেন কোয়েল

পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও

মোরারজি দেশাইয়ের মতোই নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us