ছবি : সংগৃহীত
দুই ছেলেমেয়েকে নিয়ে তার এখন ভরা সংসার। সদ্য মেয়ের মা হয়েছেন। তাই এই বছরের জন্মদিনটা আরও অন্য রকম অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছে। সকাল থেকে বাড়িতে ব্যস্ততা চলছে। জন্মদিনেও ছেলেকে স্কুলে পাঠিয়েছেন। কিন্তু ছেলে কবিরের মন সেই বাড়িতেই পড়ে। কী ভাবে মায়ের জন্মদিনটা আরও বিশেষ করে তোলা যায়, সর্ব ক্ষণ এটাই চলছে তার মনে। জন্মদিনের সকালে হাসতে হাসতে সে কথাই জানালেন ‘বার্থডে গার্ল’। রবিবার রাত থেকেই বাড়িতে তোড়জোড় চলছে। এখন তার দুই বাড়ি। নিজের সংসার তো আছেই। সেই সঙ্গে তার মা-বাবাও রয়েছেন। তাই এই দিনটা দুই বাড়ি মিলিয়েই কাটবে কোয়েলের।
আভিনেত্রী বললেন, “কবিরের থেকে সেরা উপহারটা পেয়েছি। রাতে আমার সামনে বসে নিজের হাতে একটা কার্ড তৈরি করেছে।” সেই কার্ড জন্মদিনের সকালে হাতে পেয়ে খুব খুশি নায়িকা। কোয়েল বললেন, “রবিবার রাতে কার্ডটা তৈরি করতে করতে কবির বলছিল, এটাই জন্মদিনে আমায় সারপ্রাইজ় দেবে। তাই সকালে উঠে উপহার পেয়ে দেখাতে হয়েছে, কতটা অবাক আমি।”
কোয়েল বললেন, “যাব মা-বাবার সঙ্গে দেখা করতে। স্কুল থেকে ফিরে কবিরও উদ্যাপন করতে চায় আমার জন্মদিন। তাই রাতে মা-বাবা আসবেন।
একসঙ্গে খাওয়াদাওয়া হবে।” এত কিছুর মাঝে মেয়েকেও সময়ে সময়ে খাওয়াতে হচ্ছে অভিনেত্রীকে। প্রতি দিন ভাই-বোনের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। এত দিন খেলনার মতো করেই বোনকে আদর করত কবির। এখন দু’জনেই আর একটু বড়। অন্যান্য দিনের মতো তাই জন্মদিনটা সন্তান, মা-বাবা, স্বামীর সঙ্গে আনন্দে কাটাবেন অভিনেত্রী।
আরএম/টিএ