ঐশ্বরিয়া শুটিং করলেও নেওয়া হয় রানীকে, কিন্তু কেন?

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১৩:২৩:০৬
ছবি: সংগৃহীত
চলতে চলতে সিনেমায় শাহরুখ খান এবং রানী মুখার্জি জুটি দারুণ হিট করেছিল। নজর কাড়ে তাদের রসায়ন। কিন্তু জানেন কি এই ছবির জন্য একদিন শুটিং করেছিলেন ঐশ্বরিয়া রাই। অর্থাৎ তাকেই প্রথমে ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য। কিন্তু কেন শেষ পর্যন্ত রানীকে নেওয়া হয় সেই জায়গায়।

ভারতের জনপ্রিয় রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘চলতে চলতে’ সিনেমাটি নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক আজিজ মির্জা।

তিনি জানান, রানী মুখার্জি নয়, এই সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু একটি বিশেষ কারণে এমন পরিবর্তন আনতে হয়।

তার কথায়, আমি জানি না কেন। যাই হোক। এমন কিছু জায়গা ছিল যেগুলো আমাদের শুট হয়ে গিয়েছিল। একটা গান ছিল সেটার শুটিং আমরা শুরু করে দিয়েছিলাম। সেই গানটির নাম ছিল ‘প্রেম নগরিয়া কী’। একদিনই শুট হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানী আসে।

আজিজ জানান, রানী এই ছবিতে দুর্দান্ত কাজ করেছিলেন। তিনি ‘চলতে চলতে’ সিনেমাটিতে প্রিয়া চোপড়ার চরিত্রে অভিনয় করেছিলেন।

যদিও এদিন আজিজ মির্জা জানাননি ঠিক কোন কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন শেষ পর্যন্ত এই ছবিতে কাজ করেননি। কেন তাকে সরিয়ে দেওয়া হয়। তবে কানাঘুষোয় শোনা যায় কারণটা ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণেই। সালমানের সঙ্গে তার সমস্যার জেরেই এই পরিবর্তন আনা হয়েছিল।

ঐশ্বরিয়া রাই নিজেও সিমি গারেওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে সেই সময় একাধিক সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও কেন সেই কারণ কখনই তাকে জানানো হয়নি।

এরপর যদিও ঐশ্বরিয়া রাই বচ্চন শাহরুখ খানের সঙ্গে দেবদাস সিনেমায় কাজ করেন। তাদের দুজনকে একত্রে শেষবার ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিলে দেখা গিয়েছে। করণ জোহরের সেই ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে আগামীতে মণি রত্নমের পোন্নিয়ন সেলভান ২ ছবিতে দেখা যাবে।

চলতে চলতে ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করে ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খান।

এসএন 

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ আসছে বাংলায়

নেট দুনিয়ায় চলতি প্রেমের গুঞ্জনের মাঝেই তৃতীয় সন্তানের মা শ্রীলীলা

কাজলের ফর্মে ফেরার বছর

আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি: জয়

হায়দ্রাবাদে আনন্দময় সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা

নুসরাতের বিয়ে নিয়ে চিন্তিত দাদি

‘তাণ্ডব’ শুটিংয়ে এক সঙ্গে শাকিব খান ও সাবিলা নূর

ইরেশ যাকেরের ঘটনায় বিস্ময় শোবিজ দুনিয়ায়

আওরঙ্গজেবকে কষিয়ে চড় মারতে চাই : বিজয় দেবেরাকোন্ডা

নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা

দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা

দীপিকার সৌন্দর্যের গোপন রহস্য হাইফু,জেনে নিন কিভাবে কাজ করে এই পদ্ধতি

শীর্ষস্থানে টেইলর সুইফট

কবির আমাকে জন্মদিনে সেরা উপহার দিয়েছে বললেন কোয়েল

পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us