ছবি : সংগৃহীত
সুযোগ পেলেই আওরঙ্গজেবকে শিক্ষা দেবেন বিজয় দেবেরাকোন্ডা। ‘রেট্রো’ ছবির প্রচারে এসে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। হায়দরাবাদে এই ছবির প্রচারে দক্ষিণী তারকা সূর্যের সঙ্গে যোগ দিয়েছিলেন বিজয়। সেই অনুষ্ঠানেই ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা জানান, অতীতে ফেরার সুযোগ পেল আওরঙ্গজেবকে উচিত শিক্ষা দেবেন তিনি।
প্রথমে বিজয় বলেন, “আমি ব্রিটিশদের সঙ্গে দেখা করে ওদের গালে কষিয়ে দুটো চড় মারতে চাই। সম্প্রতি আমি ‘ছাওয়া’ দেখেছি। ছবিটি দেখে আমার খুব রাগ হয়। তাই আমি একটা সুযোগ চাই অতীতে ফেরার। আমি আওরঙ্গজেবের গালে সপাটে তিনটে চড় মারতে চাই। শুধু চড় মারার জন্যই এ রকম আরও অনেকের সঙ্গেই আমি দেখা করতে চাই। আপাতত, আমার মাথায় এটাই ঘুরছে।”
সম্প্রতি পহেলগাম কাণ্ড নিয়েও মন্তব্য করেছেন বিজয়। ‘রেট্রো’ ছবির অন্য একটি প্রচার অনুষ্ঠানে তিনি বলেন, “কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের।” পাকিস্তান প্রসঙ্গে অভিনেতা বলেন, ওরা নিজেদের দেশকেই সামাল দিতে পারে না। তার কথায়, “পাকিস্তানের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।”
আরএম/টিএ