ছবি: সংগৃহীত
পপতারকা জাস্টিন বিবার তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যালবামের কাজ শেষ করতে বিবার শিগগিরই ইউরোপের উত্তরাঞ্চলের পাঁচটি দেশের মধ্যে একটি দেশে ভ্রমণ করবেন।
বিবার বর্তমানে লস অ্যাঞ্জেলেসের নিজস্ব বাড়িতে অ্যালবামটির ‘জ্যাম সেশন’ করছেন। এসব জ্যামিংয়ে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন ডিজে টে জেমস, হার্ভ, কার্টার ল্যাং, এডি বেঞ্জামিন এবং যুক্তরাজ্যের গায়ক-গীতিকার সেকউর মতো পরিচিত শিল্পীরা।
জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটির নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত আছেন প্রখ্যাত অডিও প্রযোজক ডিলান উইগিন্স।
সম্প্রতি বিবার তাঁর দীর্ঘদিনের ম্যানেজার স্কুটার ব্রনকে বাদ দিয়েছেন। বর্তমানে তাঁর সঙ্গে কাজ করছেন নতুন এক দল।
চুক্তি অনুযায়ী ‘ডেফ জ্যাম রেকর্ডস’-এর সঙ্গে বিবারের আরও চারটি অ্যালবাম প্রকাশ করতে হবে। তাই বিবারের নতুন অ্যালবাম ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে যেমন উন্মাদনা রয়েছে, তেমনি রেকর্ড কোম্পানির পক্ষ থেকেও রয়েছে বাড়তি প্রত্যাশা। কারণ, স্পটিফাইয়ে বিবারের ১৭টি গান ইতোমধ্যে এক বিলিয়নের বেশিবার শোনা হয়েছে এবং বিলবোর্ড টপচার্টে সেরা ১০০ এর মধ্যে বিবারের আটটি গান রয়েছে। তাই সব মিলিয়ে বলাই যায়, সংগীতের দুনিয়ায় বিবারের নতুন অ্যালবাম যে দারুণ আলোড়ন তুলবে তা এখন থেকেই অনুমান করা যায়। সূত্র: দ্য হলিউড রিপোর্টার।
আরআর/এসএন