ছবি: সংগৃহীত
দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ২০১৯-২০ মৌসুমের পর আবারও লিগ শিরোপা জয় করেছে অলরেডরা। আর এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলটির মিশরীয় তারকা।
রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একটি গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি অ্যাসিস্টসহ ৪৬ গোলে অবদান রেখেছেন সালাহ। যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদান। আর রোববার টটেনহ্যামের বিপক্ষে একটি গোল করে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।
২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকা আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি।
আরএম/টিএ