ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে লিভারপুলের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে একটি বিশেষ মুহূর্ত এসেছে, যখন মোহাম্মদ সালাহ তার প্রিয় গোলটি অর্জন করেন এবং সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়েন। প্রথমার্ধেই ৩-১ গোলের লিড নিয়ে লিভারপুল শিরোপার পথে ছিল, আর তারপর সালাহ’র গোলই তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।
৬৪ মিনিটে ডি-বক্সের ভেতর বাম পায়ের গোলটি করে সালাহ একদিকে যেমন ম্যাচের জয় নিশ্চিত করেন, তেমনি তিনি প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারের মধ্যে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন। আগুয়েরোর ১৮৪ গোলকে টপকে সালাহ এখন ১৮৫ গোলের মালিক, যদিও ২টি গোল করেছেন চেলসির হয়ে।
এছাড়া, প্রিমিয়ার লিগে সরাসরি গোল এবং অ্যাসিস্টে সালাহ ২৭২টি অবদান রেখে রায়ান গিগসকে পিছনে ফেলেছেন। এই অর্জনের পর, তিনি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন, এবং তার সামনে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকাররা—ওয়েইন রুনি, হ্যারি কেইন এবং অ্যালেন শিয়ারার।
এ মৌসুমে, ২৮ গোল এবং ১৮টি অ্যাসিস্টসহ ৪৬ গোলের অবদান রেখে সালাহ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টে অবদান রাখা ফুটবলার হয়েছেন।
এসএস/এসএন