অ্যানফিল্ডে গতকাল থেকে শুরু হয়ে গেছে এক উৎসব, যা ৩৫ বছর পর লিভারপুল সমর্থকদের জন্য সত্যিই বিশেষ। লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন শুরু হয়েছে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই। সেদিনের টিকিট কালোবাজারে বিক্রি হতে দেখা গেছে, কারণ সমর্থকরা জানতেন, এবার তারা শিরোপা উদযাপন দেখতে আসছেন—আর সেটি হয়েছে দীর্ঘ ৩৫ বছর পর।
এর আগে, ২০১৯-২০ মৌসুমে লিভারপুল শিরোপা জিতেছিল, তবে কোভিড-১৯ মহামারির কারণে সে সময় উদযাপন সম্ভব হয়নি। তবে এবার, পাঁচ বছর পর সেই আক্ষেপ ঘুচিয়ে, লিভারপুল টটেনহ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করেছে। লিভারপুলের ৩৪ ম্যাচ শেষে পয়েন্ট এখন ৮২, যা আর্সেনাল থেকে ১৫ পয়েন্ট বেশি এবং তারা এখন শিরোপা নিশ্চিত করার জন্য শুধুমাত্র বাকি ৪ ম্যাচের অপেক্ষায়।
এই শিরোপার সাথে জড়িত দুটি বিশেষ নাম হলো কোচ আর্নে স্লট এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। মাত্র ৩৩০ দিনের মাথায় আর্নে স্লট লিভারপুলকে লিগ শিরোপা এনে দিয়েছেন, এবং ভ্যান ডাইক তার দ্বিতীয় মৌসুমেই অধিনায়ক হিসেবে শিরোপা নিশ্চিত করেছেন। তাদের এই সাফল্য ইংলিশ প্রিমিয়ার লিগে একটি নতুন ইতিহাস তৈরি করেছে।
ডাচ অধিনায়ক ও কোচের শিরোপা জয়: এই শিরোপা জয়ের সঙ্গে ইতিহাসে নতুন পাতা যোগ হয়েছে, কারণ এটি প্রথমবারের মতো ইংলিশ শীর্ষ লিগে কোনো ডাচ অধিনায়ক এবং কোচের শিরোপা জয়ের ঘটনা। ভার্জিল ভ্যান ডাইক ২০১৮ সালে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন, এবং তার পর থেকেই লিভারপুলের সফলতার মূল ভরসা হয়ে উঠেছেন। এই সময়ের মধ্যে লিভারপুল মোট ৯টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ।
আরেকদিকে, আর্নে স্লট ইউর্গেন ক্লপের জায়গায় লিভারপুলে এসেছিলেন এবং কোচ হিসেবে তার প্রথম বছরেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছেন। তিনি সঠিকভাবে ক্লপের স্কোয়াডকে নিজস্ব ছন্দে খেলিয়ে, মাত্র ৭ম দল হিসেবে সিজনের বাকি ৪ ম্যাচে শিরোপা নিশ্চিত করেছেন।
শেষ ম্যাচে শিরোপা উদযাপন: যদিও শিরোপা নিশ্চিত হয়ে গেছে, তবে ট্রফি অ্যানফিল্ডে আসতে আরও কিছুদিন বাকি। লিগের শেষ ম্যাচে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শিরোপা নিয়ে উদযাপন হবে। এটি হবে লিভারপুলের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যখন তারা ঘরের মাঠে ট্রফি হাতে উঠাবে।
এসএস/এসএন