জাপান সরকার কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।
এ সংক্রান্ত একটি চুক্তি সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের জাপান রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণ সহায়তা পাবে।
এই প্রকল্পে সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সহ অন্যান্য সুযোগ-সুবিধা সরবরাহ করা হবে। পাশাপাশি, ভাসানচরে শরণার্থীদের জন্য জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সুরক্ষা পরিষেবা প্রদান করা হবে।
রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এ প্রকল্প নিয়ে আশাবাদী এবং আশা প্রকাশ করেছেন যে, জাপান সরকারের সহায়তায় এই প্রকল্প কক্সবাজার এবং ভাসানচর উভয় স্থানে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে।
এসএস/এসএন