চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বিএনপি নেতা মোবিনুর রশীদ চৌধুরী মামলা করেছেন। মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবিসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এটি গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) কর্ণফুলী থানায় রেকর্ড হয়। ঘটনার পর ছাত্রদল নেতা রবিউল হোসেন পলাতক রয়েছেন, এবং তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। মামলায় অন্যান্য আসামিরা হলেন, কর্ণফুলী থানার দৌলতপুরের মো. পারভেজ (৩০), পটিয়া থানার কৈয়গ্রাম এলাকার মো. রিপন (২৮), দৌলতপুরের নেজাম ওরফে বাল্লা (৩২), কর্ণফুলীর শাহমীরপুর এলাকার ইলিয়াস হোসেন ওরফে সাদ্দাম (৩০), দৌলতপুরের শাহাজাহান ওরফে মধু (৫০), দৌলতপুরের মো. ওসমান (৩০), কৈয়গ্রাম এলাকার মনজুর আলম (৩০), শাহমীরপুরের নাঈম (২৮), এবং পটিয়ার তানভীর (২৮)।
মামলার বাদী মোবিনুর রশীদ চৌধুরী কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। ঘটনার বিস্তারিত অনুযায়ী, ২৩ এপ্রিল দুপুরে কর্ণফুলীর শাহমীরপুর এলাকায় চাঁদার টাকা না পেয়ে আসামিরা বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেড নামের বালু বিক্রয় কেন্দ্রে হামলা চালায়। হামলায় মোবিনুর রশীদ, তার ভাই মো. হোসেন, ব্যবসায়িক অংশীদার জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপক হাফিজুর রহমান লিটন গুরুতর আহত হন। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে এবং ২ লাখ টাকা লুট করে নেয়। এছাড়া চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং এটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/এসএন