আমার মনে হয় যে কালক্ষেপণ না করে নির্বাচনী রোডম্যাপটা এখন জনগণের দাবি, বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি আরও বলেন, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের অনিশ্চয়তা থেকে দেশকে কোন দিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথ–সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনভাবেই চাই না এই সরকার ফেল করুক।
পার্থ বলেন, আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা–এই ধরনের প্রশ্ন আসে।
তিনি আরও বলেন, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানার মানুষ কেউ ইনভেস্ট করতে চাচ্ছে না, এই চিন্তা করে যে ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট হলে। বৈদেশিক যারা আমাদের বন্ধু-বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওইভাবে সিরিয়াসলি নিচ্ছে না।
সবশেষে পার্থ বলেন, বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও আমাদের সাথে একমত হয়েছে। ডিসেম্বরের আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব। কারণ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, তারা শুধু এগুলি কাটছাঁট করে বলে দিতে পারে যে কোন কোন ব্যাপারে তারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলিতে তো আর আলোচনা করার সুযোগ নেই। সেগুলি জনসম্মুখে বললেই পারে। যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই, তাহলে সেটা তো জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।
আরএ