এবার ইরেশ যাকেরের পাশে দাঁড়ালেন বাঁধন

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১০:৩৫:৩৩
ছবি: সংগৃহীত
এবার নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন বিরাট এক স্ট্যাটাস। দাঁড়ালেন অভিনেতা ইরেশ যাকেরের পাশে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায়, অভিনেতা ইরেশ জাকেরকে ১৫৭ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়। যা নিয়ে এবার নীরবতা ভেঙেছেন বাঁধন।

স্ট্যাটাসে বাঁধন উল্লেখ করেন, ‘আমি এখন জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি সঙ্গে সঙ্গেই সব কিছুর প্রতিক্রিয়া দেখাই না। তবে কখনও কখনও নীরবতা যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়।’

এরপর ইরেশ যাকের কে নিয়ে তিনি লিখেছেন, ‘ইরেশ সবসময় সত্যের পক্ষে থেকেছেন। ছাত্রদের সাঙ্গে, আমাদের সঙ্গে, প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি ছিলেন। ৪ আগস্ট, যখন কারফিউ ঘোষণা করা হয়, আমরা শাহবাগে একসঙ্গে ছিলাম। সব বিপদের মাঝেও তিনি নিশ্চিত করেছিলেন যে আমি যেন নিরাপদে কালসী ফ্লাইওভারে পৌঁছাতে পারি — এমন এক সময়ে যখন যেকোনো কিছু ঘটে যেতে পারত, তিনি বড় ঝুঁকি নিয়েছিলেন।’

এরপর সেদিন রাতের ঘটনা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘সেই রাতে, গণভবনে যাওয়ার জন্য আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল। তবে ইরেশ যাকের দৃঢ়ভাবে না বলেছিলেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের পাশে, সত্যের পাশে দাঁড়িয়েছিলেন, চাপের কাছে নতি স্বীকার করেননি। আজ যখন দেখি তাকে হয়রানি করা হচ্ছে, তখন হৃদয় ভেঙে যায়। যদিও এটা আমাদের জন্য নতুন নয়— আমরা আগেও দেখেছি যারা সাহস করে দাঁড়িয়েছে, তাদের এভাবে দমন করা হয়েছে। তবুও এখন, যখন আমরা ভেবেছিলাম আমরা একটি ভাল, নিরাপদ দেশ গড়ে তুলছি, তখন এটা আরও বেশি কষ্টের এবং হতাশাজনক। যারা সত্যের পক্ষে দাঁড়ায়, তাদের রক্ষা করা উচিত, নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি। আমরা তাদের পাশেই আছি, যারা কখনও আশা ছাড়েনি।’

এসএন 

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা

দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা

দীপিকার সৌন্দর্যের গোপন রহস্য হাইফু,জেনে নিন কিভাবে কাজ করে এই পদ্ধতি

'পোশাক খুলে অন্তর্বাস পরে বসো’ সাজিদ খানের অশ্লীল আচরণের অভিযোগ নবীনার

শীর্ষস্থানে টেইলর সুইফট

কবির আমাকে জন্মদিনে সেরা উপহার দিয়েছে বললেন কোয়েল

পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও

মোরারজি দেশাইয়ের মতোই নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল

আসছে জাস্টিন বিবারের নতুন অ্যালবাম

ঐশ্বরিয়া শুটিং করলেও নেওয়া হয় রানীকে, কিন্তু কেন?

আসলে প্রত্যেক মানুষই শিল্পী : নওশাবা

বিমানবন্দরে সুমিতকে জড়িয়ে আবেগে ভাসলেন ঋতাভরী

‘দুর্গাপুর জংশন’ তৈরির নেপথ্যে মধুবন্তী-প্রসেনজিৎ, অরিন্দম তো ঘুমিয়ে ছিলেন: স্বস্তিকা

বিজ্ঞাপন ও ফটোশুটের ব্যস্ত, সিনেমায় ফিরতে প্রস্তুত মিম

ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us