১ মে তিন ইন্ডাস্ট্রির একসাথে ভাগ্য নির্ধারণ!

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ০৪:৩৯:০৭
ছবি: সংগৃহীত
ভারতের তিন প্রধান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি—টলিউড, কলিউড ও বলিউড—চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। সিনেমা হল ফাঁকা, বড় তারকাদের ছবি মুখ থুবড়ে পড়ছে, প্রযোজকেরা লোকসানের ভয়ে পিছু হটছেন। গ্রীষ্মকাল সাধারণত ব্লকবাস্টারের মৌসুম হলেও এবার যেন চারপাশে শুধুই হতাশা। এই পটভূমিতে আশার আলো হয়ে দেখা দিয়েছে একটি দিন—আগামী ১ মে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির চিত্র ছিল প্রায় শোচনীয়। টলিউডে ‘অর্জুন সন অব ব্যজয়ন্তি’ কিংবা ‘ওডেলা ২’ আশানুরূপ করতে পারেনি। কলিউডে ‘কঙ্গুয়া’র পর সুরিয়ার জনপ্রিয়তা বেশ কমে এসেছে। 

বলিউডে ‘ছাভা’ ছাড়া আর কোনো ছবিই দর্শকদের হলে টানতে পারেনি। ‘কেসারি ২’ কিংবা ‘সিকান্দার’ও ব্যর্থ।

এই প্রেক্ষাপটে তিনটি বড় বাজেটের ছবি একই দিনে মুক্তি পেতে যাচ্ছে—টলিউডের ‘হিট ৩’, কলিউডের ‘রেট্রো’ ও বলিউডের ‘রেইড ২’। ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে সকলের দৃষ্টি এখন এই তিন ছবির দিকে।

নানির ঘুরে দাঁড়ানোর লড়াই  ‘হিট ৩’-এ
তেলুগু তারকা নানি এবার একেবারে নতুন চেহারায় হাজির হচ্ছেন ‘হিট ৩’-এ। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক রক্তপিপাসু পুলিশ অফিসারের চরিত্রে। ট্রেলার মুক্তির পরই ছবি ঘিরে প্রত্যাশা বেড়েছে। হল মালিকরাও বাড়িয়ে দিচ্ছেন শো সংখ্যা। অনেকের মতে, এটি হতে পারে নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট।

সুরিয়ার রেট্রো স্টাইলের বাজি
তামিল তারকা সুরিয়া ফিরছেন আশির দশকের স্টাইলে নির্মিত ছবি ‘রেট্রো’ নিয়ে।
‘কঙ্গুয়া’ প্রত্যাশা পূরণ করতে না পারায় এবার তাঁর জন্য এটা এক ধরনের মরণপণ পরীক্ষা।
তামিলনাড়ুতে ছবিটি ঘিরে উত্তেজনা থাকলেও, অন্যান্য অঞ্চলে সাড়া তুলনামূলক কম।

বলিউডের শেষ ভরসা ‘রেইড ২’
২০১৮ সালের ‘রেইড’ ছিল অজয় দেবগনের এক অপ্রত্যাশিত সাফল্য। এবার তারই সিক্যুয়েল ‘রেইড ২’ মুক্তি পাচ্ছে বড় ক্যানভাসে।
চলতি বছরে বলিউডের পারফরম্যান্স বেশ দুর্বল। তাই অনেকেই বলছেন, ‘রেইড ২’ হিট করলে অন্তত দ্বিতীয় প্রান্তিকটা সামলে নিতে পারবে ইন্ডাস্ট্রি।

একই দিনে তিন ইন্ডাস্ট্রির পরীক্ষা
১ মে ২০২৫ কেবল একটি শুক্রবার নয়—বরং এটি হয়ে উঠতে পারে ভারতীয় সিনেমার নতুন আশার দিন।
এই তিন ছবির সাফল্য প্রমাণ করতে পারে যে, দর্শক এখনো বড় পর্দার প্রতি আগ্রহী। আর এর মাধ্যমেই প্রযোজক, পরিবেশক ও হল মালিকরা ফিরে পেতে পারেন সাহস।

পরিস্থিতি যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে বলা যায়, সিনেমার ভবিষ্যত এখন অনেকটাই নির্ভর করছে এই একটি দিনের উপর। ১ মে যদি কাজ করে, তবে আবার ঘুরে দাঁড়াতে পারে ভারতের সিনেমা জগৎ।

আরএ


সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

‘দুর্গাপুর জংশন’ তৈরির নেপথ্যে মধুবন্তী-প্রসেনজিৎ, অরিন্দম তো ঘুমিয়ে ছিলেন: স্বস্তিকা

বিজ্ঞাপন ও ফটোশুটের ব্যস্ত, সিনেমায় ফিরতে প্রস্তুত মিম

ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি

জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি এবার বড়পর্দায়

এবার ইরেশ যাকেরের পাশে দাঁড়ালেন বাঁধন

ফাঁস হয়ে গেল রচনার গোপন দুর্বলতা

মাধুরী-তৃপ্তির জুটি আবার পর্দায়, সুরেশ ত্রিবেণীর নতুন ছবি ‘মা বোন’-এ চমকপ্রদ কাস্টিং

'আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন?'- প্রভা

চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত পলির

বডিগার্ড সিনেমা থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়?

বয়সের ছাপ মুছতে 'হাইফু' থেরাপি করালেন দীপিকা

লন্ডনে থাকতে চান বিরাট-অনুষ্কা, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী

ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন চমক

পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us