কাশ্মীর হামলা তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিল পাকিস্তান

আন্তর্জাতিক
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ০৩:৫০:১৭
ছবি: সংগৃহীত
কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, ঠিক সেই সময় পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাবের কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর দ্য হিন্দুর।

খাজা আসিফ বলেন, আমি মনে করি, রাশিয়া, চীন, এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করতে পারে। ভারত সত্য বলছে, নাকি মিথ্যা, তা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসুক।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক তদন্তকারীদের’ পরিচালিত যেকোনো তদন্তে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ঘটনায় ‘নিরপেক্ষ তদন্তে’ ইসলামাবাদের প্রস্তুতির কথা জানান।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ বন্দুক হামলা হয়। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত এবং বহু মানুষ আহত হন। এ ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়।

হামলার জেরে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা এবং আত্তারি সীমান্তে সমন্বিত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া। একইসঙ্গে ১ মে’র মধ্যে ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে।’ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে’ সিন্ধু চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি দাবি করেন, ইসলামাবাদ সব ধরনের তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত, কিন্তু ভারত একতরফাভাবে ব্যবস্থা নিচ্ছে।

আরএ

সর্বশেষ


আন্তর্জাতিক এর আরও সংবাদ

ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৮

গাজায় জরুরি সহায়তায় আইসিজের শুনানি শুরু আজ

ভারতের সঙ্গে উত্তজেনার মধ্যেই পাকিস্তানের পাশে থাকার আহ্বান চীনের!

কাতার-তুরস্ক বৈঠকে কি আসছে গাজার যুদ্ধের সমাধান?

ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠাতে প্রস্তুত কিম

ভারতে যাত্রীবাহী গাড়ি কুয়ায় পড়ে প্রাণ গেলো ১০ জনের

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা, তদন্ত শুরু

গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেলো আরও ৫৩ ফিলিস্তিনির

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫৪

কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি, ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে

দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং

পাকিস্তানের বাণিজ্য বন্ধে ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

কানাডায় উৎসবে গাড়ি হামলায় প্রাণ গেল ৯, আরও হতাহতের আশঙ্কা

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us