ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ১৩ জন যাত্রীকে নিয়েই কুয়ায় পড়ল মাইক্রো গাড়ি। রবিবার মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় ঘটনাটি ঘটেছে। কুয়ায় বিষাক্ত গ্যাসের প্রভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার দুপুরে মান্দাসোরের কাচারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ১৩ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল গাড়িটি। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কুয়ায় পড়ে যায়। খবর পেয়েই উদ্ধারে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল।
তবে ততক্ষণে গাড়িতে থাকা নয়জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওড়া। জগদীশ জানান, কুয়ার ভিতরে বিষাক্ত গ্যাস ছিল। তার প্রভাবেই মৃত্যু হয়েছে যাত্রীদের।
স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে দুই শিশুসহ মোট ১৩ জন ছিলেন। তাদের মধ্যে চার জন সাঁতার জানায় প্রাণে বেঁচে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কারো পানিতে ডুবে মৃত্যু হয়েছে, কারো আবার বিষাক্ত গ্যাসের প্রভাবে। এ ছাড়া, যাত্রীদের উদ্ধারের জন্য কুয়ায় নামা এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে।
মান্দাসোরের ডিআইজি মনোজ কুমার সিংহ এএনআইকে বলেন, গাড়ির ভিতরে ১৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে নয়জন প্রাণ হারিয়েছেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন সাহসী গ্রামবাসী উদ্ধার অভিযান চলাকালীন মারা গিয়েছেন। মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
আরআর/এসএন